ফাইনালে এ তিনজন না খেলতে পারলে হয়তো খুব বেশি ক্ষতি হবে না ফ্রান্সের। কিন্তু দলটির কোচ দিদিয়ের দেশমের দুশ্চিন্তা, ক্যামেল ভাইরাস যদি এ তিনজনের মধ্যে সীমাবদ্ধ না থাকে। যদি আরও বেশি ছড়িয়ে পড়ে, তাহলে ফাইনাল খেলা মুশকিল হয়ে যাবে।

‘ক্যামেল ভাইরাস’ ফ্লুতে আক্রান্ত হওয়ার মূল লক্ষ্মণ চারটি—প্রথমে জ্বর আসবে, এরপর কাশি শুরু হবে; থাকবে ডায়রিয়া আর বমি বমি ভাব। সব মিলিয়ে এই ফ্লু নিয়ে ফুটবল খেলা কোনোভাবেই সম্ভব নয়। কাতারে সব সময় শীতাতপযন্ত্রের বাতাসে থাকা এবং রাত ও দিনের তাপমাত্রার তারতম্যের সঙ্গে মানিয়ে নিতে না পারার কারণে এই ফ্লুতে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন চিকিৎসকেরা।

ফ্রান্স দলের ভাইরাসে আক্রান্ত তিন খেলোয়াড়কে আপাতত আইসোলেশনে রাখা হয়েছে। দেশম বলেছেন, ‘আক্রান্ত খেলোয়াড়দের সম্ভাব্য সর্বোচ্চ যত্ন নেওয়া হচ্ছে। একই সঙ্গে সম্ভাব্য সব ধরনের সতর্কতা নেওয়া হয়েছে। যাতে করে ভাইরাস দলের বাকি সদস্যদের মধ্যে ছড়িয়ে পড়তে না পারে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x