এবার ক্রোয়েশিয়ার বিপক্ষে অপ্রত্যাশিতভাবে হেরে কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গেছে ব্রাজিল। এ হারে অবাক পুরো বিশ্ব। অথচ তাদেরই শিরোপার অন্যতম দাবিদার বলেছিলেন অনেকে। এমন বিদায়ে ব্রাজিলিয়ান ফুটবলাররা হয়তো ভেঙে পড়েছেন। সবচেয়ে বেশি কষ্টটা বোধহয় নেইমার জুনিয়রেরই। তাই তাকে মানসিক ডাক্তারের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিলেন দেশটির সাবেক খেলোয়াড় রোনালদো লিমা।
এদিকে ক্রোয়েশিয়ার বিপক্ষে হারের দিন বেজায় কেঁদেছিলেন নেইমার। জনসম্মুখে চোখের জল ধরে রাখতে পারেননি তিনি। রোনালদো মনে করেন, সেই হার হয়তো তাকে এখনও পোড়াচ্ছে। তাই বিষয়টিকে গুরুত্বের সঙ্গেই দেখছেন রোনালদো। এ সম্পর্কে ব্রাজিলিয়ান এক টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘চাপ কমাতে আমি নেইমারকে মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেব।’
এ সময় রোনালদো আরও বলেন, ‘মানসিক চাপ যে কোনো মানুষের জন্য খুবই ক্ষতিকর একটি বিষয়। নেইমার আবার ফিরে আসবে, আগের মতো প্যাশন নিয়ে, আগের মতো শক্তি নিয়ে। তার আগে আমি মানসিক বিষয়টির দিকে খেয়াল রাখতে বলব।’
এদিকে কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ম্যাচের ১১৫ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল ব্রাজিল। কিন্তু পরের মিনিটে তাদের দুঃস্বপ্ন হয়ে আসে ক্রোয়াটদের বদলি নামা ফরোয়ার্ড ব্রুনো পেটকোভিচ। ১২০ মিনিট শেষেও দুই দলের গোল সমান থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে জয় তুলে নেয় লুকা মদ্রিচরা।
এদিন টাইব্রেকারে প্রথম শটই মিস করেন রদ্রিগো। অন্যদিকে প্রথম দুই শটে দলকে এগিয়ে রাখেন লভ্র মাজের ও নিকোলা ভ্লাসিচ। পরের শুটআউটে ব্রাজিলের স্বপ্ন টিকিয়ে রাখেন ক্যাসেমিরো। তবে লুকা মদ্রিচের শটও ঠেকাতে পারেননি অ্যালিসন বেকার। পেদ্রো এসে ফের লড়াইয়ে ফেরান ব্রাজিলকে। কিন্তু অ্যালিসন পারেননি মিসলাভের শট ঠেকাতে। পরের শটে দলকে হতাশ করে মারকুইনস। আর তাতে আসর থেকেই ছিটকে যায় ব্রাজিল। টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতে সেমিফাইনালে পা রাখে ক্রোয়েশিয়া।