ভারতের দেওয়া রানের লক্ষে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই ক্যাচ আউট হয়ে মাঠ ছেড়েছেন নাজমুল হোসেন শান্ত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৫ রান।
এর আগে ৪০৪ রানে থামে ভারতের প্রথম ইনিংস। অশ্বিন ও কুলদীপের ৯২ রানের জুটির পরিসমাপ্তি ঘটার পর শেষ দিকে দুই ছক্কা হাঁকিয়ে রান বাড়িয়ে তুলেছিলেন উমেশ যাদব। অভিজ্ঞ অশ্বিনের সঙ্গে জুটি গড়ে ভারতকে ৪০০রানের কাছে পৌছে দেন কুলদীপ।
শ্রেয়াস আয়ারের আউটের পর ঢাল হয়ে দাড়ান এই দুই ব্যাটার। তবে অশ্বিনের আউটের পরপর বেশিক্ষণ টিকতে পারেন নি সঙ্গী কুলদীপও।
মিরাজের করা ১৩৪ ওভারের শেষ বলে মুশফিকের হাত ক্যাচ বানিয়ে সিরাজকে ফেরান মেহেদী মিরাজ। তাতে শেষ হলো ভারতীয়দের প্রথম ইনিংস। তাইজুল মিরাজের সমান চার উইকেট শিকার। খালেদ ও ইবাদতের শিকার এক উইকেট।