কাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে লিওনেল মেসি ও জুলিয়ান আলভারেজ শোয়ে উড়ে গেছে গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়া। লুসাইল স্টেডিয়াম দেখেছে মেসি শো। সেই সঙ্গে নতুন তারকা হিসেবে আলভারেজের ঝলক।

সেমিফাইনালের হাইভোল্টেজ ম্যাচটি মাঠে বসে উপভোগ করেছেন ব্রাজিলিয়ান বিশ্বকাপজয়ী কিংবদন্তিরা। যেখানে ছিলেন রোনাল্ডো, রিভালদো, রোনালদিনহো, রবার্তো কার্লোস ও কাকার মতো তারকারা। দুর্দান্ত সেই ম্যাচ শেষে ফাইনালের জন্য লিওনেল মেসিকে শুভকামনা জানিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রিভালদো। ব্রাজিল এবং নেইমার আসরে না থাকায় তিনি মেসির আর্জেন্টিনাকে সমর্থন দিচ্ছেন বলেও উল্লেখ করেন।

হাইভোল্টেজ ম্যাচ শেষে ইনস্টাগ্রামে গ্রেট রিভালদো লিখেন, বিশ্বকাপে আমাদের ব্রাজিল কিংবা নেইমার নেই। সেজন্য আমি আর্জেন্টিনার পক্ষে আছি, মেসিকে নিয়ে কিছু বলার নেই। তোমার আগেই বিশ্বকাপ জেতা উচিত ছিল। তবে ঈশ্বরই ভালো জানেন কখন কী করতে হবে। আগামী রোববার ঈশ্বর তোমাকে মুকুট দেবেন।

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ছয় ম্যাচ খেলেছে। এর মধ্যে মেসি চার ম্যাচে হয়েছেন সেরা খেলোয়াড়। আসরে যৌথভাবে সর্বোচ্চ পাঁচ গোল করেছেন, করিয়েছেন তিন গোল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x