এবার মরক্কো সেমিফাইনালে খেলবে- বিশ্বকাপ শুরুর আগে এমন কথা কেউ কল্পনাতেও ভেবেছিল? কিন্তু একের পর এক বিস্ময় উপহার দিয়ে প্রথম আফ্রিকান দল হিসেবে তারা উঠে এসেছিল সেমিফাইনালে। কিন্তু তাদের রূপকথা সেমিতেই থামিয়ে দিল ফ্রান্স। আর ১৯৯৮ ও ২০০২ এ ব্রাজিলের টানা দুইবার ফাইনাল খেলার রেকর্ডের পর এবার টান দুই ফাইনাল খেলার রেকর্ড গড়লেন।

এদিকে মেগা ফাইনালে ফ্রান্সের অপেক্ষায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আল বাইত স্টেডিয়ামে আজ ২০২২ কাতার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ২-০ গোলে জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এই জয়ে ফাইনালের লাইনআপ চূড়ান্ত হয়ে গেল। আগামী ১৮ ডিসেম্বরের ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবেন এমবাপ্পেরা।

বাকি সব ম্যাচের মতো ফ্রান্সের বিপক্ষেও শুরু থেকে দারুণ প্রতিদ্বন্দ্বিতা উপহার দিয়েছে মরক্কো। কিন্তু শুরুতে এক গোল হজম করেই সর্বনাশ হয় তাদের। গোলটি করেন ফরাসি ডিফেন্ডার থিও ফারানদেজ। এরপর দ্বিতীয়ার্ধে মরক্কানদের স্বপ্ন ভাঙেন তরুণ ফরাসি স্ট্রাইকার রন্দাল কোলো মুয়ানি।দুই গোল হজম করার পর মরক্কো আর ফিরতে পারেনি।

ফলে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠার আনন্দ নিয়েই দেশে ফিরতে হচ্ছে হাকিম জিয়াচ- ইয়াসিন বুনোদের। তবে এতদূর আসাই তাদের জন্য অনেক বড় কীর্তি। যা ফুটবলের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এ যাত্রায় তাদের বিদায় হয়েছে সম্ভাব্য বিশ্ব চ্যাম্পিয়নদের হাতে। এবার ফ্রান্স বনাম আর্জেন্টিনা স্বপ্নের ফাইনাল দেখায় অপেক্ষা ফুটবলবিশ্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x