কাতারে চলমান বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কোকে হারিয়ে ফাইনালে ওঠেছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। বুধবার রাতে আল বায়াত স্টেডিয়ামে আফ্রিকান দেশটিকে ২-০ গোলে হারিয়েছে ফরাসিরা। রবিবারের ফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ লিওনেল মেসির আর্জেন্টিনা।

বুধবার রাতে সেমিফাইনালের পঞ্চম মিনিটেই গোল করে বর্তমান চ্যাম্পিয়নদের এগিয়ে দিয়েছিলেন থিও এর্নান্দেস। লিড নিয়েই বিরতিতে যান গ্রিজমান-এমবাপ্পেরা। দ্বিতীয়ার্ধে দারুণ খেলে মরক্কো। তবে দুর্বল ফিনিশিংয়ের কারণে বার বার গোলবঞ্চিত হচ্ছিলেন হাকিমি-জিয়েকরা। তবে গোলের সুযোগ মিস করেনি ফ্রান্স। ৭৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে তারা।

অন্যদিকে, রবিবার লুসাইল স্টেডিয়ামে ফাইনালে মেসির আর্জেন্টিনার বিপক্ষে খেলবে ফ্রান্স। লড়াইটা মেসি ও এমবাপ্পেরও। ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার মেসি ২০১৪ বিশ্বকাপের ফাইনালে হেরে গিয়েছিলেন। সেবার মেসিদের প্রতিপক্ষ ছিল জার্মানি। এবার ফ্রান্সকে হারিয়ে অধরা বিশ্বকাপের ট্রফিটা ধরার সুযোগ মেসির সামনে। বর্ণাঢ্য ক্যারিয়ারে এই বিশ্বকাপ ট্রফিটাই শুধু নেই মেসির শো-কেসে। আর ২৩ বছর বয়সেই দুইবার বিশ্বকাপ জয়ের সুযোগ এমবাপ্পের। দেখা যাক, শেষ হাসিটা কে হাসে? মেসি নাকি এমবাপ্পে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x