ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে মেসির আর্জেন্টিনা। এর আগে ফাইনালে ওঠার লড়াইয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। আলবেসিলেস্তদের হয়ে পেনাল্টি থেকে একটি গোল করেছেন লিওনেল মেসি। এটি চলতি বিশ্বকাপে তার পঞ্চম গোল। দ্বিতীয় গোলটি করেন জুলিয়ান আলভারেজ।
ম্যাচের ৩৫ মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। বক্সের মধ্যে ফের্নান্দেজকে ফাউল করেন ক্রোট গোলকিপার লিভাকোভিচ। পেনাল্টি দেন রেফারি। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি মেসি। গোলরক্ষকের বাঁ দিক দিয়ে জালে জড়িয়ে দেন তিনি। এগিয়ে যায় আর্জেন্টিনা।
এরপর ৩৯ মিনিটে গোল করলেন জুলিয়ান আলভারেজ। প্রতি আক্রমণ থেকে নিজেদের অর্ধে বল ধরে প্রায় ৫০ গজ দৌড়ে যান তিনি। বক্সের বাইরে তিন ডিফেন্ডারকে চমক দিয়ে বক্সে ঢোকেন। লিভাকোভিচকে পরাস্ত করে গোল করেন তিনি। তবে সেই গোলে ক্রোয়েশিয়ার ডিফেন্ডারদেরও ভুল ছিল। আলভারেজকে আটকাতে পারেননি তারা।
ম্যাচের ৪৩ মিনিটে তৃতীয় গোল করে ফেলতে পারত আর্জেন্টিনা। মেসির কর্নার থেকে জোরালো হেড করেন ম্যাক অ্যালিস্টার। কোনও রকমে সেই বল বাঁচান লিভাকোভিচ।