এবার কোয়ার্টার ফাইনালের লড়াইয়ের আগে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেছিলেন, আর্জেন্টিনা বিশ্বকাপ থেকে বিদায় নিলে এবং ব্রাজিল টিকে থাকলে তিনি ব্রাজিলের সমর্থন করবেন। আসরে আর্জেন্টিনা সেমিফাইনালে উঠে গেছে। ব্রাজিল কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে। ল্যাতিন দলটিকে সমর্থন দেওয়ার বিষয়ে কাতারে অবস্থান করা ব্রাজিলের রোনালদো নাজারিওকে একই প্রশ্ন করা হয়েছিল।

তিনি ভিন্নধর্মী সমর্থনের কথা বলেছেন, ‘মেসি বিশ্বকাপ জিতলে ব্যক্তিগতভাবে আমি খুশি হবো। তবে ব্রাজিলিয়ান হিসেবে (আর্জেন্টিনা জিতলে) আমি খুশি হতে পারবো না।’ রোনালদো মনে করেন, মেসির বিশ্বকাপ জয়ের ভালো সুযোগ আছে। আর্জেন্টিনা এখনও ভালো ফুটবল খেলেনি। তবে তাদের জয়ের ক্ষুধা আছে। আর আছে মেসি।

তিনি বলেন, ‘কেউ আপনাকে কিছুই হাতে দিয়ে যাবে না। সকলেই এটা জিততে চায়। মেসির এবার বিশ্বকাপ জয়ের ভালো সুযোগ আছে। যদিও আর্জেন্টিনা এখনও ভালো ফুটবল খেলেনি। তবে তাদের জয়ের ক্ষুধা আছে, একসঙ্গে দৌড়াচ্ছে ওরা। তাদের মধ্যে আগ্রাসন আছে, তাদের মেসি আছে। ব্যক্তিগতভাবে সে জিতলে আমি খুশি হবো।’

এর আগে রোনালদো বিশ্বকাপের আগে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন, মেসির হাতে বিশ্বকাপ দেখতে চাওয়ার মতো বোকা তিনি নন। কারণ মেসির হাতে বিশ্বকাপ দেখতে চাওয়া মানে তো ব্রাজিলের চ্যাম্পিয়ন না হওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x