বিশ্বের ফুটবলপ্রেমীদের একাংশ চাইছেন এবার বিশ্বকাপ উঠুক লিওনেল মেসির হাতে। তাকে ঘিরে স্বপ্ন দেখছেন তার ভক্তরা। অথচ অন্য একটি দেশের মানুষ মেসির ওপর ক্ষুব্ধ। দেশটির নাম মেক্সিকো।

কোয়ার্টার ফাইনালের আগে বিতর্কে জড়ালেন মেসি। বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। দলের প্রথম গোল করেন মেসি। তার বিরুদ্ধে অভিযোগ গোল করার পর উদযাপন করার সময় মেক্সিকোর ভাবাবেগে আঘাত করেছেন তিনি।

মেক্সিকোর সমর্থকদের দাবি, উদযাপন করার সময় মেসি তাদের অপমান করেছেন। মেসির বিরুদ্ধে আরও অভিযোগ, ম্যাচ শেষে মেক্সিকোর এক ফুটবলারের সঙ্গে জার্সি বিনিময় করেন মেসি। পরে সাজঘরে তাকে দেখা যায় মেক্সিকোর জার্সি পা দিয়ে সরাতে। মেসির এই আচরণে প্রচণ্ড ক্ষুব্ধ মেক্সিকানরা। তারা চান, মেসি যেন জীবনে কখনো তাদের দেশে প্রবেশ করতে না পারেন।

সেই ঘটনার ভিডিও প্রকাশ করে মেক্সিকোর বক্সার কামেলো আলভারেজ মন্তব্য করেছেন, ‘দেখুন’ মেসি আমাদের দেশের জার্সি দিয়ে সাজঘর পরিষ্কার করেছেন। ঈশ্বরের কাছে তিনি প্রার্থনা করুন, আমি যেন তাকে খুঁজে না পাই।’ তিনি আরও লিখেছেন, ‘আমি আর্জেন্টিনাকে সম্মান করি। আশা করব, মেসিও আমাদের দেশকে একইরকম সম্মান করবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x