চলমান কাতার বিশ্বকাপে চলছে একের পর এক অঘটন। আসরের প্রথমে চমক দেখিয়ে ৩৬ ম্যাচ অপরাজিত থাকে আর্জেন্টিনাকে মাটিতে নামিয়ে আনে সৌদি আরব এরপর গ্রুপ পর্বে থেকে চার বারের বিশ্বকাপ জয়ী জার্মানির বিদায়।
অন্যদিকে শেষ ষোলের লড়াইয়ে আফ্রিকার দেশ মরক্কোর কাছে স্পেনের হার। আর গতকাল রাতে শেষ আটের লড়াইয়ে রোনালদোর পর্তুগালকে আটকিয়ে দেওয়া মরক্কো। তাই মরক্কো যদি বিশ্বকাপ জিতে তাহলে এটা হবে চলমান কাতার বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন। কারন নতুন করে অঘটন ঘটিয়ে আবারও আলোচনায় এসেছে আফ্রিকার দেশ মরক্কো।
ফিফা বিশ্বকাপে আফ্রিকার তিনটি দেশ এ পর্যন্ত কোয়ার্টার ফাইনালই খেলেছে। কিন্তু কোনো দলই কোয়ার্টার পার করতে পারেনি। কিন্তু এবার ইতিহাসের পাতায় নতুন অধ্যায় যোগ করেছে মরক্কো।
তবে মরক্কোর জয়কে অঘটন বলতে নারাজ অনেকেই। কারণ বেলজিয়াম, ক্রোয়েশিয়ার বিপক্ষে ড্র, স্পেনকে হারিয়েছে ও পর্তুগালকে ৯০ মিনিটের খেলায় হারিয়েছে। তাদের জয়কে অঘটন বলার উপায় নেই।
তৃতীয় কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে ইতিহাস গড়ে দেশটি। অপরদিকে মরক্কোর এ জয়ে নিজের গাওয়া বিখ্যাত গান ‘দিস টাইম ফর আফ্রিকা’ এই লাইনটি নিজের টুইটারে পোস্ট করেন পপ তারকা শাকিরা।
এই গানটি ২০১০ আসরের থিম সং হিসেবে গেয়ে ছিলেন এ পপ তারকা। সেই আসরের উদ্বোধনী অনুষ্ঠানেও ওয়াকা ওয়াকা গেয়ে মাতিয়েছেন দর্শকদের। বিশ্বব্যাপী বেশ জনপ্রিয় এই গানটি। ফুটবল বিশ্বকাপ এলেই বেজে উঠে গানটি সারা বিশ্বে।