ফিফা বিশ্বকাপে সব ফুটবল অনুরাগীরাই চায় সুন্দর এবং স্বচ্ছ খেলা দেখতে। কিন্তু আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস ম্যাচ যতটা না খারাপ হয়েছে, তার থেকেও বেশি খারাপ করেছেন স্প্যানিশ রেফারি ম্যাথু লাহোজ। বিশ্বকাপে এক ম্যাচে সর্বোচ্চ ১৮ হলুদ কার্ড দিয়ে রেকর্ড গড়েন তিনি।
এদিকে লা লিগায় সর্বদা ম্যাচ পরিচালনা করার কারণে মেসির বেশ ভালো করেই চেনা আছে তাকে। এর আগে মেসিকে ম্যারাডোনার গোল উদযাপনের কারণে হলুদ কার্ড দিয়েছিলেন লাহোজ। এবার বিশ্বকাপের ম্যাচে মেসিদের পেয়ে যেন আবারও নিজের জাত চেনালেন।
এমনি লাহোজকে বলা হয় মেসি হেটার! আর সেটার প্রমানও তিনি দিয়েছেন। আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস দুই দলের ফুটবলার এবং কোচকে মোট ১৮টি হলুদ কার্ড দেখান তিনি। তবে মূল খেলায় রেফারি মোট ১৫টি হলুদ কার্ড দেখান ফুটবলারদের।
যার ভেতর আর্জেন্টিনার ৮ ফুটবলার পান ৮টি এবং নেদারল্যান্ডসের ৭ ফুটবলার পান ৭টি হলুদ কার্ড। ম্যাচের মধ্যেই আর্জেন্টাইন কোচিং স্টাফের ওয়াল্টার সামুয়েল এবং কোচ স্কালোনিকে হলুদ কার্ড দেখান তিনি।
এছাড়াও পেনাল্টি শুটআউটের সময় ডামফ্রিস দ্বিতীয় হলুদ কার্ড দেখেন এবং নোয়া ল্যাংও হলুদ কার্ড দেখেন। এর আগে গত ২০০৬ বিশ্বকাপে পর্তুগাল ও নেদারল্যান্ডস ম্যাচে রেফারি ১৬টি হলুদ কার্ড দেখিয়েছিলেন। যা এতদিন রেকর্ড হিসেবে ছিল কিন্তু আজকের ম্যাচের পর রেকর্ড নতুন করে লেখা হলো।