অস্ট্রেলিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সেরা পারফর্মার কে? উত্তরটি আসবে লিওনেল মেসি। সেই পারফর্মেন্সের কারণেই তো ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরষ্কার উঠেছে তার হাতে।
কিন্তু এই ম্যাচে মেসির পর আর্জেন্টিনার সেরা পারফর্মার কে ছিল? জুলিয়ান আলভারেজ (যিনি দ্বিতীয় গোলটি করেছিলেন)? এমিলিয়ানো মার্তিনেজ (যিনি শেষ মুহূর্তে দুটি দুর্দান্ত সেভ করে আর্জেন্টিনাকে বাঁচিয়েছিলেন)?
কারও কাছে হয়তো এমিলিয়ানো মার্তিনেজ হতে পারে, আবার কারও কাছে রোদ্রিগো ডি পলও হতে পারে। তবে মেসি বললেন ডিফেন্ডার রোমেরোর নামটি।
ম্যাচের পর মেসিকে বলা হয়, যদি এই ম্যাচ সেরা পুরষ্কার অন্য কাউকে তিনি দিতে চান তাহলে কাকে দিবেন? জবাবে মেসি বলেন, “একজনকে বেছে নেওয়া কঠিন। তবে যদি আমি একজনকে বেছে নেই তাহলে সে হচ্ছে রোমেরো। আজকে দুর্দান্ত পারফর্মেন্স ছিল তার।”