ইসরায়েলকে সমর্থন করায় ডেভিড টিগারকে যুব বিশ্বকাপ দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছে সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ড
খুব সিগ্রই শুরু হবে অনূর্ধ্ব ১৯ টি-২০ বিশ্বকাপ। তার আগেই দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড সরিয়ে দিল যুব দলের অধিনায়ক ডেভিড টিগারকে। এইতো কয়েকদিন পর ১৯ জানুয়ারী থেকে শুরু হবে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। সব দেশের অংশগ্রহণকারী দলই এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। বাদ নেই দক্ষিণ আফ্রিকার শিবিরও। তারাও লেগে পড়েছে নিজেদের তৈরি করতে আসন্ন বড় প্রতিযোগিতাকে মাথায় রেখে। তবে তার আগে একটা বড় ধাক্কা খেলো সাউথ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দল। কি এমন ঘটলো? অধিনায়ক পদ থেকে সরানো হলো ডেভিড টিগারকে! একটি বিবৃতির মাধ্যমে এমনটাই জানিয়েছে সিএসএ। তাদের বক্তব্য ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে যুদ্ধকে কেন্দ্র করে ইজরায়েলের পক্ষে টিগারের মন্তব্য শোরগোল ফেলে দেয়। যদিও তারা জানিয়েছেন যে প্রাক্তন অধিনায়ক দলে থাকবেন সদস্য হিসেবে এবং খেলতেও পারবেন বিশ্বকাপের ম্যাচগুলি। সিএসএ'র বিজ্ঞপ্তিতে বলা হয়েছেঃ 'এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যা নজর দিয়ে দেখা উচিত। বিশ্বকাপে নিরাপত্তাকে কেন্দ্র করে আমরা লাগাতার খবর পাচ্ছি এবং আমাদের বলা হয়েছে যে টুর্নামেন্টে ইজরায়েল ও প্যালেস্তাইনের মধ্যে যুদ্ধ নিয়ে প্রতিবাদ